স্মরণ স্বভা

গত ২৩.১০.২০২৪ বুধবার সকাল ১০.৩০ মিঃ যথাযথ মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা, কচুয়া থানার মুক্তিযুদ্ধ কালীন কমান্ডার আবদুর রশিদ পাঠানের ১ম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে । এ উপলক্ষে পালাখাল ছালেহিয়া আলিম মাদ্রাসায় এই জাতীয় বীরের স্মরণ সভা ও মিলাদ মাহফিল এবং বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। মিলাদ মাহফিলে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয় এবং দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। মিলাদ মাহফিলে মরহুমের একমাত্র ছেলে, পরিবার, আত্নীয় স্বজন, কচুয়া থানার মুক্তিযোদ্ধা, পালাখাল ইউনিয়ন এর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর প্রধান, মাদ্রাসার শিক্ষক, অভিভাবক, সাংবাদিক, শিক্ষার্থীসহ এলাকার সাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।