বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রশিদ পাঠান ফাউন্ডেশন এর আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি ২০২৪ অনুষ্ঠিত হয়।কর্মসূচির শুভ উদ্বোধন করেন স্থানীয় চেয়ারম্যান হাবিব মজুমদার জয়। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রশিদ পাঠানের সহধর্মিণী, ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: রকিবুল হাসান জেমস, মাদ্রাসার অধ্যক্ষ, শিক্ষক, স্থানীয় রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ ও স্থানীয় লোকজন , রশিদ কমান্ডারের পরিবারবর্গ ও শিক্ষার্থীগণ। গত ১৪.০৭.২০২৪ রোজ রবিবার সকাল ১১ টায় পালাখাল সালেহিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। পরবর্তিতে পালাখাল স্কুল,কলেজ, মাদ্রাসা সহ বিভিন্ন স্থানে ফলজ ও বনজ গাছ লাগানো হয়।
বীর মুক্তিযোদ্ধা আবদুর রশিদ পাঠান ফাউন্ডেশন (এআরপিএফ) একটি সম্পূর্ণ অরাজনৈতিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান কোনরূপ রাজনৈতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করা থেকে বিরত থাকবে।
Address: 13/3 Chairman Bhaban (1st floor) Bangabandhu. Road, Netaiganj, Narayanganj, Bangladesh
Phone: +8801674-034748
© বীর মুক্তিযোদ্ধা আবদুর রশিদ পাঠান ফাউন্ডেশন (ARPF) 2023 | Developed by iCareIT