চাঁদপুর জেলার কচুয়া থানার সকল বীর মুক্তিযোদ্ধার পক্ষে জাতির পিতার প্রতি বীর মুক্তিযোদ্ধা আবদুর রশিদ পাঠানের শ্রদ্ধাঞ্জলি।
জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের সমাধীস্থলে শ্রদ্ধা নিবেদন করেছেন চাঁদপুর জেলার কচুয়া থানার যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা , পুলিশিং কমিটির সভাপতি, পালাখাল সালেহিয়া আলিম মাদ্রাসার সভাপতি আবদুর রশিদ পাঠান।
শনিবার (০১ অক্টোবর) সকালে রওনা হন তিনি। প্রথমবারের মত স্বপ্নের পদ্মাসেতু পাড়ি দিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধীস্থল উপস্থিত হন। সংঙ্গে ছিলেন ১৯৭১ এর যুদ্ধকালীন আঞ্চলিক কমান্ডার আবুল বাশার, তার একমাত্র পুত্র , ভাতিজা সহ আরও অনেকে। এ সময়ে সবাইকে নিয়ে প্রথমে দোয়া করেন এবং পরবর্তীতে ফুল দিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
দোয়া ও মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় দোয়া করা হয়। এসময় ১৫ আগস্টে নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করা হয়।